কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি আপাতত চলবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এই রাজ্যের উপরে নেই। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। সে কারণে উত্তরবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ভাদ্র মাসেও শ্রাবণী বর্ষণ চলছে দক্ষিণ ও উত্তরবঙ্গে।
আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা