মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোদী-শাহকে বার্তা তথাগতের
কলকাতা, ৩০ আগস্ট, (হি.স.): তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আবেদন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ওঁদের দু’জনের অফিসের এক্সবার্তাতেও এই অভিযোগ যুক্ত করেছেন তথাগতবাবু। তথাগতবাবু শনিবার লিখেছেন,“এটা
মহুয়া মিত্র ও অমিত শাহ


কলকাতা, ৩০ আগস্ট, (হি.স.): তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আবেদন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ওঁদের দু’জনের অফিসের এক্সবার্তাতেও এই অভিযোগ যুক্ত করেছেন তথাগতবাবু।

তথাগতবাবু শনিবার লিখেছেন,“এটা অপরাধমূলক হুমকি। একজন সাংসদ আইনের ঊর্ধ্বে নন। আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে যথাযথ ব্যবস্থা নিন যাতে এই ধরনের অন্যায়কারীরা উৎসাহিত না হন।

প্রসঙ্গত, দেশবিরোধী মন্তব্যের অভিযোগ। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে বলেছেন, “যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে কেউ না থাকে, অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।

এ নিয়ে সরব হয়েছে বিজেপি। নদিয়ার কোতয়ালি থানায় এফআইআর হরেছে। অবিলম্বে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande