অনুমতি মেলেনি বাঁধ মেরামতের, গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সঙ্কটে
দক্ষিণ ২৪ পরগনা, ৩০ আগস্ট (হি.স.): অনুমতি মেলেনি বাঁধ মেরামতের, ফলে সঙ্কটে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন, ভাঙন রোধের জন্য সংস্কার কাজ ও বাঁধ মেরামতের অনুমতি নিয়েই এখন প্রধান সমস্যা। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্
গঙ্গাসাগরে বাঁধ মেরামতের জন্য মিলছে না বৈধ ছাড়পত্র


দক্ষিণ ২৪ পরগনা, ৩০ আগস্ট (হি.স.): অনুমতি মেলেনি বাঁধ মেরামতের, ফলে সঙ্কটে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন, ভাঙন রোধের জন্য সংস্কার কাজ ও বাঁধ মেরামতের অনুমতি নিয়েই এখন প্রধান সমস্যা। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এ বছর রাজ্য সরকার বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও, সেই স্বপ্ন অধরা। কেন্দ্রীয় সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছে না। এদিকে, গঙ্গাসাগরে ভাঙন অব্যাহত। সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande