শোভাবাজার নাটমন্দিরে সুতানটি উৎসব - ২০২৫ বিতর্ক সভা সম্পন্ন
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার নাটমন্দিরে সুতানটি উৎসব - ২০২৫ বিতর্ক সভা অনুষ্ঠিত হল। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক - গৌতম ঘোষ, মনোবিদ- ড. কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস প্র
শোভাবাজার নাটমন্দিরে সুতানটি উৎসব - ২০২৫ বিতর্ক সভা


কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার নাটমন্দিরে সুতানটি উৎসব - ২০২৫ বিতর্ক সভা অনুষ্ঠিত হল। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক - গৌতম ঘোষ, মনোবিদ- ড. কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস প্রমুখ বিতর্ক সভায় আসন অলঙ্কৃত করেছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ড. শ্যামল চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক - সুদেষ্ণা রায় ও আকাশবাণী প্রাক্তন প্রোগ্রাম হেড - সৌমেন বসু, অতিরিক্ত পুলিশ কমিশনার - ধ্রুব জ্যোতি দে, ও রাজনৈতিক ব্যক্তিত্ব - ড. ঈপ্সিতা ধর প্রমুখ। তাঁরা বিতর্ক সভায় বিষয়ের বিরোধিতা করেই বক্তব্য রাখেন। উল্লেখ্য, আলোচনার বিষয় ছিল - প্রযুক্তির অগ্রগতি মানব সভ্যতার বিপদ ডেকে আনছে। উপস্থিত সমস্ত বক্তা সুস্পষ্ট ভাবেই তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এদিনের সভায়। শনিবারের বিতর্ক সভা পরিচালনার গুরুদায়িত্বেই ছিলেন - অভিজিৎ দেব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande