সাব্রুম (ত্রিপুরা), ৩০ আগস্ট (হি.স.) : মহকুমাকে শব্দদূষণ মুক্ত রাখার লক্ষ্যে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানায় এক বিশেষ সভার আয়োজন করে মহকুমা আরক্ষা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। এদিন এলাকার সমস্ত সাউন্ড বক্স ব্যবসায়ীদের ডাকানো হয় এবং তাদেরকে আইন সম্পর্কে স্পষ্টভাবে অবহিত করা হয়।
সভায় জানানো হয়, সাউন্ড বক্স ব্যবহার করতে হলে অবশ্যই থানার অনুমতি নিতে হবে। নির্ধারিত মাত্রার বাইরে সাউন্ড বক্স বাজানো হলে কিংবা অনুমতি ছাড়া সাউন্ড বক্স ব্যবহার করলে পুলিশ প্রশাসন আইনি পদক্ষেপ নেবে।
সভার সময় সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাসও উপস্থিত থেকে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, শব্দদূষণ শুধু আইন ভঙ্গ নয়, বরং মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই আইন মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করার আহ্বান জানান তিনি।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, একই ধরণের সভা সাব্রুম মহকুমার মনু থানাতেও আয়োজিত হবে। পুলিশ ও প্রশাসনের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ