শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
আগরতলা, ৩০ আগস্ট (হি.স.) : ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করে। আজ ডিওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যাগে আয়োজিত রক্তদান শিবিরে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রসঙ্গত, আজ থেকে ২৫ বছর আগে প্
মানিক সরকার


আগরতলা, ৩০ আগস্ট (হি.স.) : ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করে। আজ ডিওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যাগে আয়োজিত রক্তদান শিবিরে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্রসঙ্গত, আজ থেকে ২৫ বছর আগে প্রয়াত হয়েছিলেন যোগেন্দ্রনগর এলাকার সিপিআইএম নেতৃত্ব ডঃ অজিত রায় চৌধুরী। তাঁর প্রয়াণ দিবসের ২৫ বছর পূর্তিতে বিদ্যাসাগর পার্টি অফিসে ডঃ অজিত রায় চৌধুরীর শহিদান দিবস পালন করা হয়েছে। একই সাথে এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করে ডিওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা।

এদিন মানিক সরকার বলেন, ১১ বছর ধরে কেন্দ্রে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আপাদমস্তক জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে। গোটা ত্রিপুরায় অরাজকতা তৈরী করে রেখেছে। শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, তপশিলি জাতি, উপজাতি, হিন্দু, মুসলিম সহ অন্যান্যদের উপর অমনাবিক আচরণ করতে পূর্বে কোন সরকারকে দেখা যায়নি। আগামীদিনে বিজেপির হার নিশ্চিত জেনেই জনগণের উপর অত্যাচার করছে। গোটা ত্রিপুরায় অরাজকতা পরিবেশ তৈরী হয়ে রয়েছে। এটা বিজেপির শক্তির লক্ষণ নয়। এটা বিজেপির দূর্বলতা জনসম্মুখে প্রকাশ পাচ্ছে।

তাঁর কথায়, বিজেপি ভেবেছিল একাই সরকার গঠন করতে পারবে। গত লোকসভা নির্বাচনে ৪০০ আসন পার করার স্লোগান দিয়েছিল। কিন্তু বিজেপি নির্বাচনে ২৪০টি আসন পেয়েছিল। বিজেপি সরকার একা সরকার গড়তে পারেনি। অন্যের কাঁধে কাধে ভর করে সরকার চালাচ্ছে, বলে কটাক্ষ তাঁর।

এদিন তিনি আরও বলেন, কিছুদিন আগে বিহারে এসআইআর-এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ৬৫ লক্ষ নামের বিবরণ প্রকাশ করেছিলেন। তার মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মুসলিম, সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্যদের নাম বাতিল করা হয়েছে। এর ফলে বিহার সহ গোটা ভারতে প্রতিবাদ হচ্ছে। এমনকি, সংসদেও এ বিষয়ে বিরোধীদের কন্ঠরোধ করা হয়েছে। বিজেপি নিজেদের পছন্দ মত ভোটার তালিকা প্রকাশ করেছে। এককথায়, ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande