ইংলিশ ক্লাব চেলসিকে দেওয়া হল বিশেষ পুরস্কার 'উইনিং ইট অল'
মোনাকো, ২৯ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র এর আগে ইংলিশ ক্লাব চেলসিকে বিশেষ এক পুরস্কার দেওয়া হয়েছে। যার নাম ''উইনিং ইট অল'। ইউরোপের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেনস লিগ, ক্লাব বিশ্বকাপ ও সুপার
ইংলিশ ক্লাব চেলসিকে বিশেষ পুরস্কার 'উইনিং ইট অল' দেওয়া হল


মোনাকো, ২৯ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র এর আগে ইংলিশ ক্লাব চেলসিকে বিশেষ এক পুরস্কার দেওয়া হয়েছে। যার নাম 'উইনিং ইট অল'। ইউরোপের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেনস লিগ, ক্লাব বিশ্বকাপ ও সুপার কাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। ইউরোপের একমাত্র ক্লাব হিসেবে এই কীর্তি গড়ার জন্য চেলসিকে 'উইনিং ইট অল' নামে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়।

উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিনের হাত থেকে এই পুরস্কার নেন চেলসির সিওও জেসন গ্যানন। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত চেলসির সিওও। তিনি আগামীতে আরও ট্রফি জেতার আশ্বাস দিয়েছেন। এদিকে একই অনুষ্ঠানে প্রাক্তন সুইডিশ ফুটবল কিংবদন্তি স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচকেও বিশেষ এক সম্মাননা দেওয়া হয়। প্রাক্তন এই এসি মিলানের ফুটবলারের হাতে সেফেরিন তুলে দেন ‘উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’। ইতিহাসের সেরা একজন স্ট্রাইকার ইব্রা কেরিয়ারে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫১১টি গোল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande