এশিয়া কাপ ২০২৫: ম্যাচ শুরুর সময় পরিবর্তন
দুবাই, ৩০ আগস্ট (হি.স.) : এমিরেটস ক্রিকেট বোর্ড শনিবার ঘোষণা করেছে যে, ২০২৫ সালের এশিয়া কাপের ১৯টি ম্যাচের শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। টুর্নামেন্টের ১৯টি ম্যাচই শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে (স্থানীয় সময় ৬:৩০ মিনিট)। তবে, ১৮টি ম্যাচে
এশিয়া কাপ ২০২৫: আপডেট করা ম্যাচের সময়সূচী ও ম্যাচের তালিকা


দুবাই, ৩০ আগস্ট (হি.স.) : এমিরেটস ক্রিকেট বোর্ড শনিবার ঘোষণা করেছে যে, ২০২৫ সালের এশিয়া কাপের ১৯টি ম্যাচের শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। টুর্নামেন্টের ১৯টি ম্যাচই শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে (স্থানীয় সময় ৬:৩০ মিনিট)। তবে, ১৮টি ম্যাচের শুরুর সময় এখন আধ ঘন্টা পিছিয়ে রাত ৮ টা (স্থানীয় সময় ৬:৩০ মিনিট) করা হয়েছে। ৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান এবং হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।

এশিয়া কাপ ২০২৫ - সংশোধিত সময়সূচি:

৯ সেপ্টেম্বর - আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

১০ সেপ্টেম্বর - ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী , দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

১১ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম হংকং, আবু ধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

১২ সেপ্টেম্বর - পাকিস্তান বনাম ওমান, দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৩ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – ভারতীয় সময় রাত্রি আটটা।

১৫ সেপ্টেম্বর - ইউএই বনাম ওমান, আবুধাবি - বিকাল ৫:৩০মি.

১৫ সেপ্টেম্বর - শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৬ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৭ সেপ্টেম্বর - পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী , দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৮ সেপ্টেম্বর - শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

১৯ সেপ্টেম্বর - ভারত বনাম ওমান, আবুধাবি - ভারতীয় সময় রাত্রি আটটা।

২০ সেপ্টেম্বর – বি১ বনাম বি২, দুবাই – ভারতীয় সময় রাত্রি আটটা।

২১ সেপ্টেম্বর – এ১ বনাম এ২, দুবাই – ভারতীয় সময় রাত্রি আটটা।

২২ সেপ্টেম্বর – বিশ্রামের দিন

২৩ সেপ্টেম্বর – এ২ বনাম বি১, আবুধাবি – ভারতীয় সময় রাত্রি আটটা।

২৪ সেপ্টেম্বর – এ১ বনাম বি২, দুবাই – ভারতীয় সময় রাত্রি আটটা।

২৫ সেপ্টেম্বর – এ২ বনাম বি২, দুবাই – ভারতীয় সময় রাত্রি আটটা।

২৬ সেপ্টেম্বর - এ১ বনাম বি১, দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

২৭ সেপ্টেম্বর – বিশ্রামের দিন

২৮সেপ্টেম্বর - ফাইনাল, দুবাই - ভারতীয় সময় রাত্রি আটটা।

২৯ সেপ্টেম্বর – রিজার্ভ ডে

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande