রিয়াদ, ৩০ আগস্ট (হি.স.): সৌদি প্রো লিগে অভিষেকেই স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক পেলেন তিনি। ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। মরসুমের প্রথম ম্যাচে শুক্রবার রাতে আল তাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান।
বড় জয়ে নতুন মরসুম শুরু হল আল নাসরের। আল তাউনের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে রোনাল্ডোরা। ৬০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়ে ১০টি গোলমুখে রেখেছিল জর্জ জেসুসের শিষ্যরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের পাস থেকে পর্তুগিজ ফরোয়ার্ড বাঁ পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৪তম মিনিটে সফল স্পটকিকে গোলের ব্যবধান বাড়ান রোনাল্ডো। বক্সে নাওয়াফ বুশালের নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় আল নাসর। এটি তার পেশাদার ক্যারিয়ারে ৯৪০তম গোল। পরের মিনিটে অবিশ্বাস্য এক গোলে ব্যবধান ৩-০ করেন কোম্যান। এরপর ৬৭ মিনিটে সাদিও মানের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান ফেলিক্স। ১৯ মিনিট পর হ্যাটট্রিক করেন এই পর্তুগিজ। অভিষেকেই হ্যাটট্রিক তুলে নেওয়ার পাশাপাশি দলকেও এনে দেন ৫-০ গোলের বড় জয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি