হাইলাকান্দি (অসম), ২৯ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায় গণ বণ্টন দফতর আগস্ট মাসের কেরোসিন বরাদ্দ করেছে।
জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড প্রতি রেশন দোকান মারফত শহর ও গ্রামাঞ্চলে ১২০ এমএল করে এবং হকার প্রতি ৩৯ এমএল করে শহর ও গ্রামাঞ্চলে গণ বণ্টনের নীল কেরোসিন বণ্টন করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস