হাইলাকান্দি (অসম), ২৯ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী বিভিন্ন কার্যসূচি শুরু হয়েছে।
হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া দিবসের প্রথম দিনের কার্যসূচি অনুসারে শুক্রবার ভোর ছয়টায় হাইলাকান্দি শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলাশাসক অভিষেক জৈন পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেছে। জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং প্রবীণ নাগরিকরাও এই শোভাযাত্রায় পা মিলিযেছেন। এতে অন্যান্যদের মধ্যে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা অংশগ্রহণ করেছেন।
এ উপলক্ষ্যে টাউন হল-এ যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। এতে প্রবীণ নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং আধিকারিক ও কর্মচারীরা অংশ নেন। এর পর টাউন হল-এ প্রদর্শনীমূলক দাবা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে ক্রীড়া দিবস উপলক্ষ্যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফিট ইন্ডিয়া মুভমেন্টের শপথ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়গুলির মর্নিং অ্যাসেম্বলিতে মেজর ধ্যানচাঁদের জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য পেশ করা হয়। এছাড়া বিদ্যালয়গুলিতে খেলাধুলারও আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার এ উপলক্ষ্যে লালা রুরাল কলেজের মাঠে বিকাল চারটায় এক প্রীতি হকি ম্যাচের আয়োজন করা হয়েছে। এর পর রবিবার সকাল সাড়ে আটটায় একটি সাইকেল রেলিও ডিসি অফিস থেকে সকাল সাড়ে আটটায় বের করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস