বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন রজার বিনি, নতুন দায়িত্ব পেলেন সহ-সভাপতি রাজীব শুক্লা
মুম্বই , ২৯ আগস্ট (হি.স.) : বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব ছাড়লেন রজার বিনি। কারণ বিগত মাসে ৭০ বছর বয়সে পা রেখেছেন রজার বিনি। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেন সহ-সভাপতি পদে থাকা রাজীব শুক্লা। লোধা কমিট
বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন রজার বিনি,ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেন সহ-সভাপতি রাজীব শুক্লা


মুম্বই , ২৯ আগস্ট (হি.স.) : বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব ছাড়লেন রজার বিনি। কারণ বিগত মাসে ৭০ বছর বয়সে পা রেখেছেন রজার বিনি। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেন সহ-সভাপতি পদে থাকা রাজীব শুক্লা। লোধা কমিটির পরামর্শ অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের আইন ছিল, ৭০ বছরের উর্ধ্বে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই সভাপতির পদ থেকে রজার বিনিকে সরে যেতে হচ্ছে।

আগামী বুধবার বিসিসিআইয়ের কাউন্সিল সভা। সেই সভা দিয়েই যাত্রা শুরু হচ্ছে রাজীব শুক্লার। যে সভার অন্যতম আলোচ্য বিষয় থাকছে ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি বাতিল করা এবং এশিয়া কাপের আগে নতুন স্পন্সর খুঁজে বের করা। সুতরাং শুরুতেই শুক্লাকে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগামী নির্বাচনের আগে পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শুক্লা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande