মহীশূর, ৩০ আগস্ট (হি.স.): জাভাগাল শ্রীনাথ। কর্ণাটকের মহীশূরে (৩১/৮/৬৯) জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে তিনি আইসিসি-র ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। তাকে ভারতের সর্বাপেক্ষা সুন্দরতম ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। ভারতের একমাত্র ফাস্ট বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিন শতাধিক উইকেট লাভ করেছেন তিনি। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সামনের সারির ফাস্ট বোলার ছিলেন।
বিখ্যাত বোলার কপিল দেবের পর পেস বোলিংয়ে তিনি দুই শতাধিক টেস্ট উইকেট পেয়েছেন। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তার বলের গতিবেগ ছিল ১৫৬ কিমি/ঘ (৯৭ মা/ঘ)। এছাড়াও, ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি ৯৩ মাইল বেগে বোলিং করেছেন। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ এই ৪টি ক্রিকেট বিশ্বকাপে থেকে মোট ৪৪টি উইকেট দখল করেন। জহির খানও সমসংখ্যক উইকেট নিয়ে তার সাথে যৌথভাবে ভারতের পক্ষে শীর্ষস্থানে অবস্থান করছেন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ১০ ওভারে ৮৭ রান দেওয়াই এর প্রধান কারণ বলে মনে করা হয়। কিন্তু সেমি-ফাইনাল পর্যন্ত তার বোলিং গড় ছিল ১৭.৬২ এবং ওভার প্রতি ৩.৪৮ রান দিয়েছিলেন। পূর্ববর্তী দুই খেলার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ ওভারে ২০ ও সেমি-ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ৭ ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন। অবসর গ্রহণের সময় আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ে ৭০১ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে অবস্থান করছিলেন।
এপ্রিল, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক তিনি ম্যাচ রেফারি হিসেবে মনোনীত হন। এরপর তিনি ২০০৭ সালের বিশ্বকাপে দায়িত্ব পালন করেন। কেরিয়ারে তিনি ৬৭টি টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন ২৩৬ টি আর একদিনের ক্রিকেট খেলেছেন ২২৯ টি, উইকেট নিয়েছেন ৩১৫ টি। টেস্টে ৫ উইকেট নিয়েছেন ১০ বার আর একদিনের ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন ৩বার। সেরা বোলিং টেস্টে ৮/ ৮৬ আর একদিনের ক্রিকেটে ৫/২৩। ক্রিকেটে অসামান্য অবদান রাখায় ১৯৯৯ সালে বিসিসিআই তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি