ফ্লোরিডা, ১ সেপ্টেম্বর (হি.স.): ঘরের দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে শিরোপা জিতে নিল সিয়াটল সাউন্ডার্স। লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সিয়াটল সাউন্ডার্স। এই শিরোপা জয়ে অনন্য এক কীর্তি গড়ল ক্লাবটি। মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম দল হিসেবে উত্তর আমেরিকার সবগুলো ট্রফি জয় করল তারা। এর আগে দুটি এমএলএস কাপ, চারটি ইউ এস ওপেন চ্যাম্পিয়নশিপ ও কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তারা।
ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত এক বলেই এগিয়ে ছিল সিয়াটল। কিন্তু ৮৪ মিনিটে অ্যালেক্স রোল্ডানের পেনাল্টি গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় অনেকটাই।আর এই গোলেই মায়ামির সব আশা শেষ হয়ে যায়। ৮৯ মিনিটে মায়ামির আশার কফিনে শেষ পেরেক পুতে দেন রথরক তূতীয় গোলটি করে।
ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা, ম্যাচ শেষে লুইস সুয়ারেসের কাণ্ডের জের ধরে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেটি থামতে সময় লাগে অনেকটা। ২০২৩ সালে এই ট্রফি জিতেছিলেন মেসিরা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি