সিএএফএ নেশনস কাপ : প্লেঅফের শেষ লড়াই বৃহস্পতিবার , ঝিংগান ছাড়া ভারত মুখোমুখি আফগানিস্তানের
হিসোর , ৪ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার তাজিকিস্তানের হিসোরের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে এবং ২০২৫ সালের সিএএফএ নেশনস কাপের প্লেঅফের যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্
সিএএফএ নেশনস কাপ: প্লেঅফের শেষ লড়াই আজ, ঝিংগান ছাড়া ভারত মুখোমুখি আফগানিস্তানের


হিসোর , ৪ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার তাজিকিস্তানের হিসোরের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে এবং ২০২৫ সালের সিএএফএ নেশনস কাপের প্লেঅফের যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্লু টাইগার্স তাজিকিস্তানের ২-১ জিতেছে এবং ইরানের ৩-০তে হেরেছে। অর্থাৎ একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। ভারত তাজিকিস্তানের সঙ্গে সমান তিন পয়েন্টে রয়েছে এবং হেড-টু-হেড রেকর্ডের কারণে পূর্ববর্তী দল এগিয়ে রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দলগুলি ফাইনালে উঠবে এবং দ্বিতীয় স্থান অধিকারী দুটি দল তৃতীয় স্থান অধিকারী ম্যাচে খেলবে।

হেড-টু-হেড রেকর্ডে ভারত (ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৩তম) আফগানিস্তানের (ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬১তম) বিপক্ষে এগিয়ে আছে। ভারত ১৩ বার জিতেছে, আর আফগানিস্তান ভারতের বিপক্ষে মাত্র দু'বার জয়লাভ করেছে, আর সাতটি ম্যাচ ড্র হয়েছে। ভারত এবং আফগানিস্তানের শেষ ম্যাচটি গত বছর গুয়াহাটিতে হয়েছিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছিল। সেই ম্যাচে ব্লু টাইগার্সের কাছে ১-২ গোলে পরাজিত হয় আফগানিস্তান। আর আফগানিস্তানের বিরুদ্ধে ভারত আর একটি জয় পেয়েছিল তিন বছর আগে কলকাতায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে। সেই ম্যাচে ভারত ২-১ গোলে জয় পায়।

ইতিহাস ভারতের অনুকূলে থাকা সত্বেও কোচ জামিল ম্যাচটি নিয়ে যথেষ্ট সতর্ক। এর ওপর ভারত নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক সন্দেশ ঝিংগানের অভাব অনুভব করবে। ইরানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার জন্য ঝিংগান এই ম্যাচে খেলছেন না। তবে ভারতের কোচ খালিদ জামিল এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এ নিয়ে ভাবছেন না। তিনি বলছেন,আমরা এই মুহূর্তে এই ধরণের পরিস্থিতি নিয়ে ভাবছি না। এর কোনও মানে হয় না। আমরা জয়ের জন্য আজ নামব।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande