রাজগীর, ৬ সেপ্টেম্বর(হি.স.):
রাজগীর স্পোর্টস অ্যাকাডেমি এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্তি পেয়েছে, আন্তর্জাতিক এএইচএফএর সভাপতি তৈয়ব ইকরাম এই পদক্ষেপের ঘোষণা
দিয়েছেন।
শুক্রবার রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে 'গ্রাসরুটস টু গ্লোরি ' শীর্ষক একটি প্যানেল আলোচনার সময় এই ঘোষণা দেওয়া হয়।
ইকরাম অ্যাকাডেমির মিশনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংযোগ প্রকাশ করে বলেছেন, বিশ্বব্যাপী হকির পক্ষ থেকে, আজ আমি ঘোষণা করছি যে রাজগীর স্পোর্টস অ্যাকাডেমি আজ থেকে এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হচ্ছে, বিহার রাজ্য ক্রীড়া কর্তৃপক্ষের মহাপরিচালক এবং প্রধান নির্বাহী আধিকারিকরা রবীন্দ্রন শঙ্করণের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন।
বিহারের নালন্দা জেলায় অবস্থিত ৯০ একর জমির বিস্তৃত রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে হকি ছাড়াও আরও ২২টি খেলার সুযোগ-সুবিধা রয়েছে।
এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলা নাথ সিং তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করেন।
অতীতে বীরেরা কী করেছেন তা ভুলে যান। আমরা এখন এক ভিন্ন সময়ে বাস করছি, তোমাদের সময়। তেরঙ্গার কথা ভাবো এবং সততার সঙ্গে কাজ করো, তাহলে পদক আসবেই।
ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল খেলোয়াড়দের ভারতীয় দলের খেলা দেখার সুযোগ এবং সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। শুধু বুঝতে হবে যে আপনি কী ধরণের সুযোগ-সুবিধা পাচ্ছেন, তিনি তাদের বলেন। এই সুযোগ নষ্ট করো না, তোমার সেরাটা দাও। এমন একজন খেলোয়াড় হওয়ার চেষ্টা করো যে ভারতকে জিতিয়ে তুলতে পারে।
রবীন্দ্রন হকিতে বিহারের পুনরুত্থানের কথা তুলে ধরেন। গত ৩০ বছর ধরে, বিহারের হকি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তিনি বলেন। দেড় বছর আগে একটি নতুন রাজ্য সমিতি চালু হয়েছিল। এই বছর আমরা একটি রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছি ।যেখানে ৪৫০ জনেরও বেশি শিশু অংশগ্রহণ করেছিল। বিহার খুব শীঘ্রই জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি