মেঘালয়'কে ৭ গোলে হারিয়ে বাংলার জয়জয়কার
কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : বাংলার জয়। মেঘালয়কে ৭ গোলে হারিয়ে দিয়েই বাংলা দল প্রথম খেলাতে জয় ঘরে তুলে নিয়েছে। শনিবার নদীয়া''তে প্রথম খেলায় ওই ফলাফল। ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ - রাজমাতা জিজাবাই ট্রফির উদ্বোধনী ম্যাচে বা
বাংলা ও মেঘালয় পরস্পর মুখোমুখি নদীয়া'তে কৃষ্ণনগরে


কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : বাংলার জয়। মেঘালয়কে ৭ গোলে হারিয়ে দিয়েই বাংলা দল প্রথম খেলাতে জয় ঘরে তুলে নিয়েছে। শনিবার নদীয়া'তে প্রথম খেলায় ওই ফলাফল। ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ - রাজমাতা জিজাবাই ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলার জয়জয়কার। নদীয়া জেলার কৃষ্ণনগরে এদিন বাংলার মহিলা ফুটবল দলের কাছে ০ - ৭ গোলের ব্যবধানে দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে হেরেছে মেঘালয়।

আই এফ এ সূত্রে জানা গেছে যে, গ্রুপ ডি - তে শনিবার সকাল ৯ টায় উদ্বোধনী খেলার সূচনা হয়। প্রথমার্ধের খেলায় ০ - ৫ ব্যবধানে এগিয়ে থাকে বাংলা দল। যদিও বাংলার মেয়েরা ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ। বরাবর দাপট বজায় রাখতে সাহায্য করে দলের সমস্ত খেলোয়াড়। অধিনায়িকা সুলঞ্জনা রাউল এর নেতৃত্বে এরপর দ্বিতীয়ার্ধের খেলায় আরো ২ টি গোল করে বাংলার মেয়েরা। এর ফলে সহজে ব্যবধানে বাড়ে। ৭-০ ব্যবধানে মেঘালয় পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যের ফুটবলাররা। কাজেই তাদের হজম করতে হয়েছে গোলের ওই মালা। যদিও বাংলার গোলকিপার মামণি দাস'কে সেই অর্থে বিব্রত করতে পারে নি মেঘালয়। এদিকে, ওই জয়ের সুবাদে ৬ জন খেলোয়াড় হাফ টাইমের পর বদল করে বাংলা দল।

উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের বিরুদ্ধেই প্রথম জয়, গোলদাতারা - রিম্পা হালদার, সুস্মিতা লেপচা, মৌসুমী মুর্মু, মমতা হাঁসদা প্রমুখ। অন্যদিকে, সংশ্লিষ্ট ওই গ্রুপে রয়েছে - যথাক্রমে ইন্ডিয়ান রেলওয়েজ ও সিকিম। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে এদিন পরস্পর ওই দুই দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande