সাগর ব্লকে কাজ চলছে জোর কদমে, কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : আমার পাড়া, আমার সমাধান ক্যাম্পে অভিযোগ জমা পড়েছে এবং কয়েকদিনের মধ্যেই গঙ্গাসাগরে কাজ শুরু হল। ১ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার টাকা প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে। মোট ৯৮ টি প্রকল্পের কাজ রয়েছে ও তা দ্রুত হবে এই সিদ্ধান
সাগর ব্লকেই চলছে জোরকদমেই উন্নয়নের কাজ


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : আমার পাড়া, আমার সমাধান ক্যাম্পে অভিযোগ জমা পড়েছে এবং কয়েকদিনের মধ্যেই গঙ্গাসাগরে কাজ শুরু হল। ১ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার টাকা প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে। মোট ৯৮ টি প্রকল্পের কাজ রয়েছে ও তা দ্রুত হবে এই সিদ্ধান্ত হয়েছে। কথা ও কাজে যে ফারাক নেই তা বুঝতে পাচ্ছেন সাধারণ মানুষ। গ্রামীণ পর্যায়ে বুথ স্তরেই উন্নয়ন করার লক্ষ্যে রাজ্যস্তরে যে সরকারী কর্মসূচি রয়েছে তদানুযায়ী - আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণার পর বাস্তব রূপায়নে অগ্রগতির ছবি ধরা পড়েছে।

এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিশেষ শিবির। সাগর বিধানসভায় মোট ৯টি গ্রাম পঞ্চায়েত আছে, এর মধ্যে উত্তরে ৭০ টি ক্যাম্প হবে, ইতিমধ্যে ৬০ টি শিবির হয়েছে। এলাকার সমস্যাগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা।

সাগরের ব্লক আধিকারিক কানাইয়া কুমার রাও এই প্রসঙ্গে বলেন, প্রকল্প বাবদ খরচ হচ্ছে প্রায় ১ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার ২৪৪ টাকা। এর পাশাপাশি পুজোর আগে সমস্ত কাজগুলোকে সমাপ্ত করা হবে। রাস্তা ও আলোর কাজ দ্রুত গতিতে শেষ করা হবে। বেশ কিছু আইসিডিএস স্কুলের কাজ রয়েছে তা হবে বলে জানালেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande