কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : বাংলার অভিষেক পোড়েল ভারতীয় - এ দলে নির্বাচিত হয়েছে। অস্ট্রেলিয়া - ২০২৫ এ দলের বিরুদ্ধে তিনটি একদিনের খেলায় নির্বাচিত। চলতি মাসের ৩০ তারিখ ও আগামী অক্টোবর মাসের ৩ এবং ৫ তারিখেই কানপুরে খেলা। বাংলার সম্ভাবনাময় উইকেটরক্ষক ব্যাটসম্যানের এই খবরে খুশি দলের সতীর্থরা। ভারতীয় এ দল যথাক্রমে - প্রথম খেলায় রজত পাতিদার (অধিনায়ক) ও দ্বিতীয় ও তৃতীয় খেলা'তে দলকে নেতৃত্ব দেবে তিলক ভার্মা (অধিনায়ক), রজত পাতিদার ( সহ - অধিনায়ক)। প্রাথমিকভাবে এছাড়াও অন্যান্যরা উপস্থিত - অভিষেক শর্মা, প্রভসিমরণ সিং (উইকেট রক্ষক), রিয়ান পরাগ, আয়ূশ বাদোনি, সূর্যাংশ সেগদে, ভিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেট রক্ষক) প্রিয়াংশ আর্য, সিমরজিৎ সিং ও হর্ষিত রানা এবং অর্শদীপ সিং।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত