কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সূত্রে ওই খবর জানা গিয়েছে। উল্লেখ্য, মনোনয়ন পত্র দাখিল করার পরে এজন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এ দেশের ক্রিকেটে কিংবদন্তী তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বাংলা ক্রিকেটের সভাপতি পদের মনোনয়ন জমা দেন। তাঁর প্রাথমিক লক্ষ্য হবে - 'বাংলার ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।
তবে এ নিয়ে কোনওরকম বিরোধিতা নেই। মূলতঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদিন নতুন প্যানেল পদে নাম গৃহীত হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই সেখানে অন্যান্য পদে রয়েছেন সহ - সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, সম্পাদক - বাবলু কোলে, যুগ্ম সম্পাদক মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ - সঞ্জয় দাস।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত