বেটিং অ্যাপ মামলায় মিমি-ঊর্বশীকে তলব ইডির
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বেটিং অ্যাপ মামলায় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সমন অনুযায়ী, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অপরদিকে, ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊ
বেটিং অ্যাপ মামলায় মিমি-ঊর্বশীকে তলব ইডির


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বেটিং অ্যাপ মামলায় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সমন অনুযায়ী, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

অপরদিকে, ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই বিষয়ে দুই অভিনেত্রীর কাছ থেকেই কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মামলায় ওই বেটিং অ্যাপের প্রচারে যে সকল তারকারা সরাসরি যুক্ত ছিলেন মূলত তাঁদের ভূমিকাই আপাতত খতিয়ে দেখছে ইডি। এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিক অভিনেতা, ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল। এবার মিমি ও ঊর্বশীকে ডেকে পাঠালো ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande