৯৯ শতাংশ পণ্যের ক্ষেত্রেই জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে : নির্মলা সীতারমন
চেন্নাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পরবর্তী প্রজন্মের সংস্কার প্রবর্তনের পর থেকে ৯৯ শতাংশ পণ্যের জন্য জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রবিবার চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যৌ
নির্মলা সীতারমন


চেন্নাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পরবর্তী প্রজন্মের সংস্কার প্রবর্তনের পর থেকে ৯৯ শতাংশ পণ্যের জন্য জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রবিবার চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যৌথ কনক্লেভে বক্তৃতা দেওয়ার সময় নির্মলা বলেন, ২৮ শতাংশ জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আট বছর আগে যখন কর চালু হয়েছিল, তখন মোট ৬৫ লক্ষ কোম্পানি জিএসটি দিয়েছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে দেড় কোটিতে। তিনি বলেন, কর ব্যবস্থা এক দেশ ও এক করের দিকে পরিচালিত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande