নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা, শান্তি ফেরানোই লক্ষ্য
কাঠমান্ডু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে রবিবার দায়িত্ব নিলেন সুশীলা কার্কী। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, মানুষকে সেবা করার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। রবিবার দায়িত্ব নেওয়ার পরে নেপালের অন্তর্বর্তী
নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা, শান্তি ফেরানোই লক্ষ্য


কাঠমান্ডু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে রবিবার দায়িত্ব নিলেন সুশীলা কার্কী। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, মানুষকে সেবা করার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। রবিবার দায়িত্ব নেওয়ার পরে নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কী জাতির উদ্দেশে প্রথম বার ভাষণ দিয়ে জানালেন, যুবসমাজের আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে। ক্ষমতায় কত দিন থাকবেন, সেই সময়সীমাও জানিয়ে দিলেন কার্কী। তিনি জানালেন, সময় পেরিয়ে গেলে মানুষের সমর্থন ছাড়া তিনি গদি আঁকড়ে থাকবেন না।

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আমি এবং আমার দল এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ছ’মাসের বেশি পদে থাকব না। নতুন পার্লামেন্টকে দায়িত্ব দিয়ে দেব। আপনাদের সমর্থন ছাড়া থাকব না।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande