কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : পাঁশকুড়া'তে ভিন জেলার এক ফেরিওয়ালাকে আটকে রেখে মারধোরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্ত গোপাল মান্না। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসার পর এবার এ রাজ্যেও এক পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছে। পাঁশকুড়ার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর তা জানাজানি হতেই তার পাশে সাহায্যের হাত বাড়িয়েছে শাসকদল। উল্লেখ্য, গত বুধবারের ঘটনা। পাঁশকুড়ার যশোড়া এলাকায় মালপত্র নিয়ে ফেরি করে বেচাকেনার উদ্দেশ্যেই আসে মুর্শিদাবাদের ওই কিশোর। ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয়পত্র দেখতে জোর করে যশোড়া এলাকার বাসিন্দা গোপাল মান্না। আরও অভিযোগ সেই সময় ওই কিশোরের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কটু কথার পাশাপাশি ও তাকে মারধর করেছে গোপাল। সেই সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রীতিমতো আতঙ্কের মধ্যেই এখন দিন কাটছে ওই ফেরিওয়ালারা। অন্যদিকে, শুক্রবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। শনিবার তাকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়। এরপর বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত