দক্ষিণী ছবি ‘মিরাই’-এর ঝড়, প্রথম দিনেই ১২ কোটি আয়
মুম্বই , ১৩ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণী সিনেমার নতুন ছবি ‘মিরাই’ মুক্তির প্রথম দিনেই ঝড় তুলল বক্স অফিসে। ‘হনুমান’ ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেতা তেজা সাজ্জা ফের বাজিমাত করলেন। মুক্তির দিনেই এই ছবি ‘হনুমান’-এর ওপেনিং কালেকশনকে পেছন
দক্ষিণী ছবি ‘মিরাই’-এর ঝড়, প্রথম দিনেই ১২ কোটি আয়


মুম্বই , ১৩ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণী সিনেমার নতুন ছবি ‘মিরাই’ মুক্তির প্রথম দিনেই ঝড় তুলল বক্স অফিসে। ‘হনুমান’ ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেতা তেজা সাজ্জা ফের বাজিমাত করলেন। মুক্তির দিনেই এই ছবি ‘হনুমান’-এর ওপেনিং কালেকশনকে পেছনে ফেলে দিল।

শনিবার বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, কার্তিক গট্টমনেনির পরিচালনায় তৈরি এই ছবি প্রথম দিনেই ভারতে প্রায় ১২ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তেলুগু সংস্করণ থেকেই আয় হয়েছে ১০.৬০ কোটি টাকা, হিন্দি সংস্করণে আয় ১.২৫ কোটি। পাশাপাশি তামিল, মালয়ালম ও কন্নড় সংস্করণ থেকেও মোট প্রায় ১০ লক্ষ টাকা আয় হয়েছে। ফলে এটি তেজা সাজ্জার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হয়ে দাঁড়াল।

পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে তৈরি এই ছবির কাহিনি এক তরুণ যোদ্ধাকে কেন্দ্র করে, যার দায়িত্ব নয়টি পবিত্র শাস্ত্রের রক্ষা করা। বলা হয়, এই শাস্ত্রগুলো মানুষের মধ্যে দেবতাসুলভ শক্তি জাগাতে সক্ষম। করুণা, ন্যায়নীতি এবং লোভ-ঘৃণা থেকে মুক্ত থাকার মতো মানবিক মূল্যবোধকে ছবিটি গভীরভাবে তুলে ধরেছে। শক্তিশালী চিত্রনাট্যের পাশাপাশি ভিএফএক্সের দাপট দর্শকদের মুগ্ধ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande