কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে গবেষণাতে পুরষ্কৃত তিন বিজ্ঞানী। শুক্রবার কলকাতায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। টেঁকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আই এ এম এক্সেলেন্স এওয়ার্ড ইন রিসার্চ - এই উপলক্ষে প্রদান করা হয়েছে। সংস্থার সল্টলেক ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এদিন ওই পুরষ্কার তুলে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যারা নিরলস গবেষণা করে চলেছেন মূলত তাদের হাতেই এই সম্মান তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের বহু খ্যাতনামা গবেষক, অধ্যাপক, প্রযুক্তিবিদ ও অন্যান্যরা।
সেইসঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত তিন প্রখ্যাত গবেষক তথা অধ্যাপক সাধন কুমার ঘোষ, অধ্যাপক ব্রজেশ কুমার দুবে এবং অধ্যাপক সুনীল কুমার -কে পুরস্কৃত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত