কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.) : রুদ্রাক্ষের মালা ঝুলবে চেতলা অগ্রণীতে। দুর্গোৎসবের নতুন আকর্ষণ এবছর কলকাতা শহরে । নেপাল - ভূটান ও ইন্দোনেশিয়া থেকে তা সংগ্রহ করে আনা হয়েছে। সেইসঙ্গে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও রুদ্রাক্ষ আনা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন চেতলা অগ্রণী ক্লাবের কর্তৃপক্ষ। চলতি বছরেই শতবর্ষ পূরণ সাহিত্যিক সমরেশ বসু'র। তাঁর রচিত - ২০২৫' অমৃত কুম্ভের সন্ধানে' - পাঠ করেই আপামর বাঙালির মণিকোঠায় কুম্ভ মেলা। সেইসম্পর্কে এ বিষয়ে অবহিত আম বাঙালি। দিনের পর দিন জনপ্রিয়তার শীর্ষে কুম্ভ মেলা। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে যে, অমৃতের সন্ধানেই দেবাদিদেব শিব তা পান করেছেন। অমৃতের মধ্যেই সেইসঙ্গে থাকে বিষ তথা গরল। এই নিয়ে চলতি বছরের থিম হল - অমৃত কুম্ভের সন্ধানে। উদ্যোক্তা - চেতলা অগ্রণী। মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার চেতলা অগ্রণী ক্লাবে ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও ক্লাব কর্তৃপক্ষের শীর্ষ কর্তারাও হাজির ছিলেন। সুব্রত ব্যানার্জি, শুভেন্দু কৃষ্ণ সামন্ত ও সব্যসাচী রায়চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত