মুম্বই,১৩ সেপ্টেম্বর (হি.স.):হাতুড়ির ঠকঠক আর আদালতের হট্টগোলের মধ্যে দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতের জনপ্রিয় কোর্টরুম ফ্র্যাঞ্চাইজী ‘জলি এলএলবি ৩’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দর্শকরা বারবার রেপ্লে করছেন। ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় ফের আসতে চলা এই ছবিতে অক্ষয় কুমার (জলি মিশ্রা) ও আরশদ ওয়ারসি (জলি ত্যাগী) মুখোমুখি হবেন।
ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ জাজ ত্রিপাঠী (সৌরভ শূক্লা)-এর মজার কটাক্ষ, যিনি দুই জলির মধ্যে সংঘর্ষ দেখে ধৈর্য হারাতে চলেছেন। গজরাজ রাও-এর রহস্যময় প্রবেশ এবং তার রহস্যময় হাসি হিউমারের সঙ্গে সাসপেন্স ও থ্রিলের নতুন মাত্রা যোগ করেছে।
তৃতীয় অংশে কমেডির মাত্রা আরও বাড়ানো হয়েছে, ব্যঙ্গাত্মক হাস্যরস ও ঝলমলে নোকঝোক আগের তুলনায় অনেক বেশি। হুমা কুরেশী এবং অমৃতা রাও-এর ঝলক আগের অংশের মধুর স্মৃতি মনে করিয়ে দেয়, পাশাপাশি নতুন কাহিনিতে ইমোশনের নতুন স্বাদও যোগ হয়েছে। ট্রেলার থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এইবার কোর্টরুম ড্রামায় হাসি ও উত্তেজনার তুফান বাধতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে সিনেমা হলে শুরু হবে দর্শকদের জন্য মজার ঝড়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন