আগরতলা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় শনিবার রাতে আগরতলার সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীরা দুই ব্যক্তিকে আটক করে। ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় তাদের। আটককৃতদের নাম নীতিশ কুমার (২৫) এবং পদ্মা কুমারী (২৪) (কাল্পনিক নাম)। তারা দু'জনেই বিহারের বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগ এবং একটি ব্যাকপ্যাক উদ্ধার করে। ব্যাগগুলির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ৬.৩০৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক কালোবাজারি মূল্য ১,০০,০০০ টাকা। জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, এই গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই গাঁজা চোরাচালানের সাথে আরও কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ