কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। সোমবার সকালে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা। শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা স্টেশনে ঘোষণা করা হয়। তখন ক্ষুদিরাম থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত অব্যাহত ছিল পরিষেবা। তবে কিছুক্ষণের মধ্যেই ফের দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়। অল্প সময়ের জন্য হলেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা