শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): সোমবার কাশ্মীর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত প্রথম পার্সেল ট্রেনের যাত্রার সূচনা করা হয়েছে। কাশ্মীর উপত্যকা থেকে দিল্লির মধ্যে এই পার্সেল ট্রেন যাত্রার সূচনা করেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এর ট্রেনের সূচনা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, এমনটাই জানিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা।
পার্সেল ট্রেনের যাত্রার সূচনায় জম্মু বিভাগের ডিআরএম বিবেক কুমার বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দৈনিক পার্সেল ট্রেন যা আপেল এবং অন্যান্য পণ্য নিয়ে যাতায়াত করবে। উল্লেখ্য, দেশের মূল বাজারগুলিতে ফলের মতো পচনশীল পণ্য পরিবহণের জন্য এটি একটি স্বল্পমূল্যের নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করা হচ্ছে। যা সহজেই পণ্য সরবরাহ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ