পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান স্থগিত
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি কলকাতা হাই কোর্টে শেষ হয়েছে। সওয়াল জবাব পর্ব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল ব
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান স্থগিত


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি কলকাতা হাই কোর্টে শেষ হয়েছে। সওয়াল জবাব পর্ব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ কবে রায় ঘোষণা করেন, সেদিকেই নজর সকলের। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জেলবন্দি আছেন পার্থ।

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। সদ্য ইডির দায়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও জেলমুক্তি হয়নি তাঁর। কারণ, সিবিআইয়ের মামলার খাঁড়া ঝুলে ছিল। এদিকে এদিনই মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই কোর্টে পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande