মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের সালার হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিন সকাল ১১টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং কয়েক ঘন্টা পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই তীব্র গরমে রোগীদের একমাত্র ভরসা হল হাত পাখা।
তথ্য অনুযায়ী, হাসপাতাল চত্বরে জেসিবি মেশিন দিয়ে কাজ চলছিল। সেই সময় অসাবধানতার কারণে মূল বিদ্যুতের তার কেটে ফেলা হয়, যার ফলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়।
হাসপাতালের জেনারেটর ইতিমধ্যেই বিকল হয়ে পড়েছে। রোগীদের অভিযোগ, দিনের বেলায় অপ্রয়োজনে বাতি জ্বালানো থাকে, কিন্তু রাত নামার সাথে সাথে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। গরমে সমস্যায় ভুগছেন এমন রোগীরা হাসপাতাল প্রশাসনের কাছে প্রতিনিয়ত অভিযোগ করছেন। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছেন এমন রোগীরা, ছোট শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
স্থানীয় মানুষ প্রশ্ন তুলেছেন কেন অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে না। তারা আশঙ্কাও প্রকাশ করেছেন যে বিদ্যুৎ এবং জেনারেটরের সমস্যার সমাধান না হলে আগামী দিনে হাসপাতালের স্বাস্থ্যসেবা গুরুতর সমস্যায় পড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি