আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রের বর্তমান সরকার শুধুমাত্র সাধারণ মানুষের কথাই চিন্তা করছে এমন নয়, সমাজে বিশেষভাবে সক্ষম মানুষদেরও যাতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা যায় তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে। এই পদক্ষেপের একটি দৃষ্টান্ত হল আইসিএআর ত্রিপুরা সেন্টারের উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে প্রথমবারের মত মুক্তা চাষের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।
মুক্তার চাহিদা সুদূর কাল থেকে এখন পর্যন্ত সমানভাবে চলে আসছে। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের নোনা জল ছাড়াই পুকুরের জলে ঝিনুকের পেটের ভেতর তৈরি করা হচ্ছে মুক্তা। দেশের অন্যান্য প্রান্তে এই পদ্ধতি ব্যবহার করে সাধারণ মানুষ ব্যাপকভাবে লাভবান হলেও ত্রিপুরায় বাণিজ্যিক ভাবে মুক্তা চাষ প্রায় হচ্ছে না বললেই চলে। তবে এই কাজে এগিয়ে এসেছে ভারত সরকারের কৃষি গবেষণা কেন্দ্র তথা আইসিএআর এর ত্রিপুরা রাজ্য শাখা।
সোমবার থেকে আইসিএআর-এর উদ্যোগে রাজধানীর পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার শম্ভু রামপাড়া ভিলেজ কমিটির অফিসে ঝিনুকের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মুক্তা তৈরির উপর প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই শিবিরে মূলত স্থানীয় এলাকার বিশেষভাবে সক্ষম নারী-পুরুষদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই গবেষণা কেন্দ্রের ফিস জেনেটিক এন্ড ব্রিডিং শাখার গবেষক রেখা দাসের তত্ত্বাবধানে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় স্থানীয় এলাকার বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে মুক্তা গ্রাফটিং এবং মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার ১৩ জন বিশেষভাবে সক্ষম নারী-পুরুষ এতে অংশ নিয়েছেন। পাঁচ দিন ধরে এই প্রশিক্ষণ চলবে। তাদেরকে মুক্তা চাষ সংক্রান্ত সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণের জন্য ঝাড়খন্ড রাজ্যের একটি স্বনামধন্য মুক্তা চাষের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষককে নিয়ে আসা হয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে কলমে সবকিছু দেখিয়ে দিচ্ছেন।
এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী একজন জনজাতি চাষী জানান তাদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় তারা খুশি। আইসিএআর এর ত্রিপুরা শাখা মুক্তা চাষের পাশাপাশি কৃষির আরও অন্যান্য ক্ষেত্রে কি করে সাধারণ চাষিরা তাদের আর্থিক অবস্থা উন্নতি করতে পারেন এই বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ