রায়পুর , ১৫ সেপ্টেম্বর ( হি.স.) : ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কত , তা নিয়ে সোমবার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ দফতর একটি তথ্য পেশ করলো। প্রকাশিত তথ্য অনুযায়ী , ১ জুন থেকে এখনও পর্যন্ত ছত্তিশগড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১০০৩.৮ মিমি। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বস্তার জেলায়। গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৪০৩.৮ মিমি। সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে বেমেতারা জেলায়। গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪৮৬.৮ মিমি।
এছাড়াও , রায়পুরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮৬১.৮ মিমি, বালোদাবাজারে ৭২৪.৮ মিমি, গড়িয়াবন্দে ৮৭১.৪ মিমি, মহাসমুন্দে ৭১৭.৮ মিমি এবং ধামতারিতে ৯০০.৮ মিমি । বিলাসপুরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১০১৯.২ মিমি, মুঙ্গেলি ও রায়গড়ে ১২১৬.৪ মিমি, সারানগড়-বিলাইগড়ে ৮২৯.৬ মিমি, জাঞ্জগির-চাম্পায় ১১৮২.১ মিমি। দুর্গে ৭৮৬.৭ মিমি, কবিরধামে ৭৩৭.২ মিমি, রাজনন্দগাঁওতে ৮৫২.১ মিমি, খয়রাগড়-চুইখাদানে ৭২৫.৫ মিমি এবং বলদে ৫০৭ মিমি । সুরগুজায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭১২.০ মিমি, সুরজপুরে ১০৬৮.৬ মিমি, বলরামপুরে ১৩৯৮.৯ মিমি, যশপুরে ৯৭৫.৫ মিমি, কোরিয়ায় ১১১২.৭ মিমি এবং মানেন্দ্রগড়-চিরমিপুরে ১০০২.০ মিমি । কোন্ডাগাঁও জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৯৪৬.৪ মিমি, কাঙ্কেরে ১১৩৬.০ মিমি, নারায়ণপুরে ১২১০.৭ মিমি, দান্তেওয়াড়ায় ১৩৭৬.৩ মিমি, সুকমায় ১০৮৮.২ মিমি এবং বিজাপুরে ১৩৯৩ .৪ মিমি ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক