আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলিতে একরকমের স্কুল ইউনিফর্ম চালু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আগরতলায় শিক্ষা ভবন চত্বরে। সোমবার শিক্ষা দফতর ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।
এদিন এনএসইউআই নেতৃত্ব অভিযোগ করেন, চলতি শিক্ষাবর্ষের প্রায় ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর রাজ্য শিক্ষা দফতর হঠাৎই তুঘলকি সিদ্ধান্ত নিয়ে সব সরকারি বিদ্যালয়ের জন্য এক ধরনের ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে। তাদের দাবি, এর ফলে রাজধানীর একাধিক ঐতিহ্যবাহী বিদ্যালয়ের নিজস্ব পরিচয় ও স্বকীয়তা নষ্ট হবে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ তোলেন, এই নতুন পোশাক সরবরাহের দায়িত্ব গুজরাটের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন স্থানীয় দর্জি ও পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বলে দাবি এনএসইউআই-এর। শিক্ষা দফতরের এই পদক্ষেপের প্রতিবাদে স্লোগান তুলে এদিন শিক্ষা ভবন ঘেরাও করে এনএসইউআই কর্মী-সমর্থকরা। আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষা ভবন চত্বর।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ