কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): সোমবার কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বাধা পান। বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছে রাজ্য বিজেপি।
প্রতিবাদের বয়ানে লেখা হয়েছে, “সুকান্তবাবুকে অনেকটা দূরে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে যেতে হলো। পুলিশ অনেকটা দূরেই প্রটোকল এর অছিলাতে গাড়ি আটকে দেয়! একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি নাকি ভিতরে নিয়ে যাওয়া যাবে না। অথচ কিছুক্ষণ বাদেই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভিতরে প্রবেশ করেন তখন তাকে ওই একই পুলিশ কোন প্রটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দিল।
পশ্চিমবঙ্গ পুলিশের কি কোন নতুন প্রটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত