পনেরো লক্ষ টাকার গাঁজা সহ কুমারঘাটে গ্রেফতার দুই
কুমারঘাট (ত্রিপুরা), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : নেশামুক্ত ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার ভেস্তে দিল পুলিশ। রাতের আঁধারে ত্রিপুরা থেকে একটি গাড়ি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ঊনকোটি জেলার কুমারঘাট থানার সামনে ওয়াগেনার গাড়ী থেকে একাধিক শুক
গাঁজা উদ্ধার


কুমারঘাট (ত্রিপুরা), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : নেশামুক্ত ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার ভেস্তে দিল পুলিশ। রাতের আঁধারে ত্রিপুরা থেকে একটি গাড়ি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ঊনকোটি জেলার কুমারঘাট থানার সামনে ওয়াগেনার গাড়ী থেকে একাধিক শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করল কুমারঘাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা দুই যুবককে। ঘটনায় গাঁজা এবং গাড়ি বাজেয়াপ্ত করে একটি মামলা নিয়েছে কুমারঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন জোলার অতিরিক্ত পুলিশ সুপার রূপম চাকমা, ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত, কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস সহ অন্যান্য আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীরা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপম চাকমা জানান, কুমারঘাট থানার ওসির মাধ্যমে তাঁরা খবর পেয়ে কুমারঘাট থানার সামনে সন্দেহভাজন এএস-০৫-পি-৮০১৩ নম্বরের গাড়িটি আটক করে তল্লাশি চালায়। গাড়ি থেকে পলাশ সিং এবং অনুকুল দত্ত নামের দুই ব্যাক্তি সহ তল্লাশিতে উদ্ধার হয় মোট ২৪ পেকেটে ১৪১ কেজি শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য পনেরো লক্ষ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার রূপম চাকমা জানিয়েছেন, গাড়ি থেকে যে দু'জনকে আটক করা হয়েছে তাদের একজনের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া এবং অন্যজনের বাড়ি কুমারঘাট এলাকায়। গাড়িটি মনুর দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় কুমারঘাট থানার সামনে নাকা পয়েন্টে আটক করে পুলিশ।

তিনি জানান পুলিশের চোখে ধুলো দিতে একাধিক ভূয়ো নম্বর প্লেইট ব্যাবহার করত নেশা কারবারীরা। এদিন গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ত্রিপুরার নম্বর লাগানো দুটি ভুয়ো নম্বর প্লেইট। এবিষয়ে মাদক বিরোধী আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, এই অনুকূল দত্তের বিরুদ্ধে এর আগেও এধরনের গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই সে এই ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ। এর আগে গাঁজা পাচারকাণ্ডে বহিঃরাজ্যে একটি মামলায় তার নাম জড়িত বলে খবর।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande