সাব্রুম সফরে জেলাশাসক ও জেলা সভাধিপতি, খতিয়ে দেখলেন উন্নয়ন কাজের অগ্রগতি
সাব্রুম (ত্রিপুরা), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন সাতচাঁদ ব্লক সহ সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার সাব্রুম সফরে আসেন দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি। তাঁর সফরসঙ্গী ছিলেন জেলা স
সাব্রুমে জেলা শাসক


সাব্রুম (ত্রিপুরা), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন সাতচাঁদ ব্লক সহ সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার সাব্রুম সফরে আসেন দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি। তাঁর সফরসঙ্গী ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রভাস লোধ, সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস, আর.ডি. আধিকারিক সঞ্জিত রিয়াং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক নিপেন্দ্র রিয়াং সহ একাধিক দফতরের আধিকারিকরা।

এদিন প্রথমে জেলাশাসক ও জেলা সভাধিপতি সাব্রুমের হরিনা-চালতাছড়ি সড়কে সদ্য নির্মাণ সম্পন্ন হওয়া সেতু পরিদর্শন করেন। পরে তাঁরা মনুঘাট গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, মণ্ডলীপাড়া এলাকার রাস্তা, বটতলা বাজারের অবকাঠামো, সাব্রুম আইসিপি ও মৈত্রী সেতু সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘুরে দেখেন। সেই সঙ্গে রেভিনিউ ডাক বাংলোতে চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজও তাঁরা পরিদর্শন করেন।

সফর শেষে সংবাদ মাধ্যমকে জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি জানান, জেলার প্রত্যন্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। তিনি বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। জেলা সভাধিপতি দীপক দত্তও আশা ব্যক্ত করে বলেন, রাস্তা, সেতু ও স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

সার্বিকভাবে এদিনের সফরে জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের উপস্থিতি স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। এলাকার উন্নয়ন পরিকল্পনা আরও গতিশীল হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande