কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): আসন্ন পূজা, দীপাবলি এবং ছট-এর সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেলওয়ে হাওড়া ও নয়াদিল্লির মধ্যে পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ ট্রেনটি পূজা উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানোর সহায়ক হবে। পূজা উৎসবের বিশেষ ট্রেনটি চালানোর মাধ্যমে অতিরিক্ত ৮২,০০০ বার্থ তৈরি করা হবে। ০৪৪৫২ নতুন দিল্লি – হাওড়া পূজা স্পেশাল ২০.০৯.২০২৫ থেকে ১৫.১১.২০২৫ (৫৭টি ট্রিপ) পর্যন্ত প্রতিদিন বিকাল ৫:১৫ টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরের দিন রাত ১০:৩০ টায় হাওড়া পৌঁছাবে। ০৪৪৫১ হাওড়া – নয়াদিল্লি পূজা স্পেশাল হাওড়া থেকে ০১:৩০ টায় ছেড়ে যাবে। ২২.০৯.২০২৫ থেকে ১৭.১১.২০২৫ পর্যন্ত প্রতিদিন (৫৭টি ট্রিপ) পরের দিন সকাল ৮:২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশন সহ ২১টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত