সুলতানপুর, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে রবিবার রাতে। সোমবার এক পুলিশ আধিকারিক জানান , মৃতের নাম মুন্নার লাল সরোজ (৭০)। তিনি রামগড় গ্রামের বাসিন্দা। রবিবার রাতে খাওয়ার পর বৃদ্ধ বারান্দায় ঘুমাতে যান। তবে কিছুক্ষন পরই পরিবারের সদস্যরা শুনতে পান তাঁর আর্তনাদ। স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ওই বৃদ্ধকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার করে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ । আগুন লেগে পুড়ে যায় বিছানার একাংশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । বৃদ্ধের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর জন্য ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক