মালদা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): রবিবার রাতে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আতিমুল মোমিন (৩৪)। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
কাজ থেকে বাড়ি ফেরার পথে মোটরবাইক এসে দুই দুষ্কৃতী ওই তৃণমূলকর্মীকে গুলি করে বলে অভিযোগ।
রাতেই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতের পিঠের ডান দিকে অংশ ছুঁয়ে গুলি ঘেঁষে বেরিয়ে গিয়েছে। সোমবার ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। যদিও ওই আক্রমণের ঘটনা নিয়ে সোমবার এলাকায় উত্তেজনা ছিল।
পুরো ঘটনাটি নিয়ে হামলাকারী সাইদ শেখ সহ দু’জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত তৃণমূল কর্মী। যদিও খবরটি লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত