ফতেহবাদ, ১৫ সেপ্টেম্বর ( হি.স.) : হরিয়ানা পুলিশের তৎপরতায় সোমবার ফতেহবাদ থেকে গ্রেফতার এক মাদক পাচারকারী। এদিন পুলিশের এক আধিকারিক জানান, ধৃতের নাম মনু কুমার। সে দরিয়াপুরের বাসিন্দা।
বেশ কিছুদিন আগে গোপন সূত্রে এই মাদক পাচারকারীর সম্পর্কে জানতে পারে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে ফতেহবাদ বাইপাসের কাছে পুলিশ তল্লাশি চালিয়ে গ্রেফতার করে মনু কুমারকে। উদ্ধার হয় ৯.৭২ গ্রাম মাদক (কোকেন)। পুলিশের অনুমান , ধৃত মনু কুমার কোনও বড় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক