খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে উত্তেজনা চাঁপাডাঙায়
তারকেশ্বর, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে তা বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকায়। যিনি এই খাসির মাংসের বিক্রেতা তিনি আবার তৃণমূলের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য। তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্
খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে উত্তেজনা চাঁপাডাঙায়


তারকেশ্বর, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে তা বিক্রির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকায়। যিনি এই খাসির মাংসের বিক্রেতা তিনি আবার তৃণমূলের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য। তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মাংস বিক্রেতা তৃণমূলের কেউ নন। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিক।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে চাঁপাডাঙা এলাকায়। সেখানকার বাসিন্দা প্রসেনজিৎ সামন্ত। তিনি খাসির মাংস কিনতে গিয়েছিলেন বিক্রেতা নিজাম শেখের দোকানে। মাংস কেনার পর বুঝতে পারেন খাসির মাংসের বদলে তাঁকে দেওয়া হয়েছে ছাগলের মাংস। কেন এই ভাবে ঠকানো হবে? সেই প্রশ্ন তোলেন তিনি। এরপর খবর বাজারে ছড়িয়ে পড়তেই হট্টগোল শুরু হয়। নিজামের দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও হট্টগোল শুরু হতেই দোকান থেকে চম্পট দেয় মালিক নিজাম শেখ ও দোকানের দুই কর্মী। তবে নিজামের ভাগ্না গোলাম রসুল বলেন, “মাঝে মধ্যে খাসির মাংসের বদলে ছাগলের মাংস বিক্রি করা হত। মামার অজান্তেই বিক্রি করত দোকানের কর্মীরা।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande