তিরুভান্নামালাই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কুমিরের আক্রমণে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার সাথানুর জলাধার এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মুনেশ্বরন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুনেশ্বরন স্থানীয় নদীর কাছে গবাদি পশু চরাতে নিয়ে গিয়েছিলেন। এর পর একটা সময় তিনি হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন। সেই সময়ই নদীতে থাকা একটি কুমির মুনেশ্বরনের পা ধরে তাঁকে গভীর জলে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও, ওই কিশোরকে বাঁচানো যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ