মুম্বই , ১৫ সেপ্টেম্বর ( হি.স.) : অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে ভেঙ্কট কল্যাণ এবং অভিষেক জয়সওয়ালের যৌথ পরিচালিত ছবি জটাধারা । এই ছবির হাত ধরে দক্ষিণী চলচ্চিত্র জগতে পা রাখলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা, সহ অভিনেতা হিসাবে রয়েছেন সুধীর বাবু । ছবিটি হিন্দি ও তেলেগু , দুই ভাষাতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সোমবার ছবির নির্মাতারা মুক্তির দিন প্রকাশ্যে আনতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। এদিন সমাজ মাধ্যমে প্রকাশিত হলো ছবির পোস্টার। যা দেখে দর্শকদের অনুমান, ছবির পটভূমি কিংবা চরিত্র পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করেই ।
জটাধারা ছবিতে সোনাক্ষী এবং সুধীর বাবুর পাশাপাশি দেখা যাবে দিব্যা খোসলা কুমার এবং শিল্পা শিরোদকরের মতো অভিনেতাদের। ছবির ভিন্ন স্বাদের গল্প দর্শকরা উপভোগ করবেন বলেই আশা রাখছেন পরিচালক - প্রযোজক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক