শিমলায় পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত আরও ৩
শিমলা, ১৫ সেপ্টেম্বর ( হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে সোমবার। শিমলার কোটখাই থানার অন্তর্গত রামনগর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় প্রাণ হারান ৪ জন , আহত আরও ৩ জন । পুলিশ সূত্রে জানা গে
শিমলায় পথ দুর্ঘটনায় মৃত ৪ , আহত আরও ৩


শিমলা, ১৫ সেপ্টেম্বর ( হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে সোমবার। শিমলার কোটখাই থানার অন্তর্গত রামনগর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় প্রাণ হারান ৪ জন , আহত আরও ৩ জন ।

পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার সকালে ওই গাড়িটি রামনগরের সড়কের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ৭ জনকে । এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান ২ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরও ২ । বাকি আহত ৩ জন হাসপাতালে চিকিসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে , নিহতদের বেশিরভাগই নেপালি বংশোদ্ভূত শ্রমিক। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande