জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): প্রায় তিনমাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে গোরুমারা ও জলদাপাড়া। সাজিয়ে তোলা হয়েছে বন দফতরের কটেজগুলি। এখন থেকে অনলাইনে হাতি সাফারির সুযোগ মিলছে। একমাস আগে বুকিং করা যাবে। গাড়ির সাফারি অবশ্য অফলাইনে থাকছে।
রং করা হয়েছে ওয়াচ টাওয়ারও। গোরুমারায় সাফারিতে এবার নতুন অতিথির দেখা পেতে পারেন পর্যটকরা। কারণ, জঙ্গল বন্ধ থাকাকালীন একাধিক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। রামসাইয়ের জঙ্গলে দেখা মিলছে তাদের। একইসঙ্গে মেদলা ক্যাম্পে শাবকের জন্ম দিয়েছে কুনকি হাতি রামি। মায়ের সঙ্গে পিলখানায় রয়েছে ওই হস্তিশাবক। পর্যটকরা দেখা পেতে পারেন তাদের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা