মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আবারও ভারী বৃষ্টিতে ভিজল মুম্বই। সোমবার সকালে মুম্বইজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হয়। বৃষ্টি এতটাই হয়েছে যে, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। এর ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ে বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই, যা সোমবার সকালেও থামেনি। মুম্বইয়ে সোমবার ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে থানে ও রায়গড়েও। পূর্বাভাস মতোই ভারী বৃষ্টি হয়েছে মুম্বই শহরে, মুম্বইয়ের কিং সার্কেল এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। পুণে-তেও এদিন সকালে বৃষ্টি হয়েছে।
মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, রবিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে, মধ্য রেলওয়ের মূল লাইন এবং হারবার লাইনে লোকাল ট্রেনগুলি ১০ মিনিট বিলম্বিত হয়েছে। কিছু জায়গায় জল জমেছে, তবে ট্রেনগুলি এখনও সমস্ত সতর্কতা অবলম্বন করে চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা