নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ওয়াকফ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার যুক্তি নেই বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওই আইনের সব ধারা সম্পূর্ণ ভাবে স্থগিত করার কোনও যুক্তি নেই।
একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে। উল্লেখ্য, ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। সোমবার এই মামলায় রায় জানাল সুপ্রিম কোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা